আমূল পরিবর্তন স্নাতক স্তরে। এই বছর থেকেই শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক ডিগ্রি | নির্দেশিকা দিল UGC
📣 আমূল পরিবর্তন স্নাতক স্তরে। এই বছর থেকেই শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক ডিগ্রি | নির্দেশিকা দিল UGC 👇👇👇
◾এবছর যারা উচ্চমাধ্যমিক দিচ্ছে, তারা এই নতুন নীতির মধ্যে আসবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর নিয়মকেই কার্যকরী করা হচ্ছে। এছাড়াও এবছর থেকে রাজ্যের একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই চলবে কলেজে ভর্তির প্রক্রিয়া।
◾নতুন পদ্ধতিতে কী কী বলা আছে???
🔹 এখন থেকে যেকোন সময়, যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা থেকে বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে।
🔹 ১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Certificate
🔹 ২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Diploma
🔹 ৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degree
🔹 ৪ বছর পড়াশোনা করলে, তবেই মিলবে Honours Bachelor Degree
🔹 এছাড়াও চতুর্থ বছরে থাকছে গবেষণার সুযোগ। যা সম্পন্ন করলে মিলবে Honours with Research Degree
🔹 এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship এর সুযোগ। ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযোগ।
🔹 যেকোন সময়ে Offline, Online, ODL, Hybrid পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে এই নতুন পদ্ধতিতে।
🔹 যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে।
#nationaleducationpolicy #NEP2020 #NEP2020inAction #UGC #edukare #graduate #graduation2023 #graduation #EveryThink
সংগৃহীত।
No comments:
Post a Comment
Your Comments help us a lot