Madhyamik and HS Exam 2021: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা মমতার! জুলাই-অগস্টে রাজ্যেরও 'পরীক্ষা'
Post Top Ad
Free Study Material Download From Here
Thursday, May 27, 2021
Home
Important News
Madhyamik and HS Exam 2021: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা মমতার! জুলাই-অগস্টে রাজ্যেরও 'পরীক্ষা'
Madhyamik and HS Exam 2021: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা মমতার! জুলাই-অগস্টে রাজ্যেরও 'পরীক্ষা'
মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্টের 2nd week এ৷
পরীক্ষার সময় -দেড় ঘন্টা৷
পূর্ণমান—৪৫
প্রশ্নের ধরন—গত বছরের মতো,
তবে 100 নং এর কোশ্চেন থাকবে৷তার মধ্যে ৪৫নং এর উত্তর দিতে হবে৷
কেবলমাত্র আবশ্যিক পত্রের পরীক্ষা হবে৷
নিজের স্কুলেই পরীক্ষা হবে৷
উচ্চ—মাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ের last week এ৷
পরীক্ষার সময় -দেড় ঘন্টা৷
পূর্ণমান—৪৫
প্রশ্নের ধরন—গত বছরের মতো,
মোট ৪৫নং এর উত্তর দিতে হবে৷
কেবলমাত্র আবশ্যিক পত্রের পরীক্ষা হবে৷
নিজের স্কুলেই পরীক্ষা হবে৷
রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই। সেক্ষেত্রে শিক্ষা দফতরের দায়িত্ব নেওয়ার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, সামনের সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। আর দুটি ক্ষেত্রেই শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের নানা স্তরে ভর্তির বিষয় থাকে, তাই আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান।
মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে ছাত্রছাত্রীদের আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনটাই জানিয়েছিলেন ব্রাত্য বসু। গত সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৈঠকে তিনি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি দের জানান আগামী সপ্তাহের শেষের দিকেই রাজ্য সরকার সিদ্ধান্ত জানাবে। তবে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে পরীক্ষার ভবিষ্যৎ। সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানান " সংক্রমণ কমলেই পরীক্ষা নেওয়া হবে।"
এদিন মুখ্যমন্ত্রীও জানান, কোভিড বিধি মেনেই পরীক্ষা নিতে হবে। মাধ্যমিক পরীক্ষা নেওয়া নিজের নিজের স্কুলেই। কিন্তু সেখানেও সম্পূর্ণরূপে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। আর দুটি ক্ষেত্রেই পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা থেকে কমিয়ে দেড় ঘণ্টা করে দেওয়া হচ্ছে।
মমতা এদিন বলেন, 'গোটা দেশের মধ্যে আমরাই প্রথম যারা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলাম। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।'
মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'মাধ্যমিকে ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী। আবশ্যিক বিষয়টি ৭টি। এখন শুধু সেই বিষয়গুলির উপরেই পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই ১০টার জায়গায় ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।'
আবার উচ্চ মাধ্যমিক প্রসঙ্গেও তিনি জানান, ''উচ্চমাধ্যমিকে সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এক্ষেত্রেও আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে।'
Tags
# Important News
About Every Think - Sudipta Samanta
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
Newer Article
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোন গুলো পরীক্ষা হতে পারে এবং কোনগুলো নয়..!
Older Article
সাবধানতা: মারাত্মক ঘূর্ণিঝড় ইয়াস আসছে, কোথায় কোথায় রেড সতর্কবার্তা জারি ?
Tags
Important News
Subscribe to:
Post Comments (Atom)
Madhyamik and HS Exam 2021: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা মমতার! জুলাই-অগস্টে রাজ্যেরও 'পরীক্ষা'মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্টের 2nd week এ৷পরীক্ষার সময় -দেড় ঘন্টা৷পূর্ণমান—৪৫প্রশ্নের ধরন—গত বছরের মতো,তবে 100 নং এর কোশ্চেন থাকবে৷তার মধ্যে ৪...
No comments:
Post a Comment
Your Comments help us a lot