করো না পরিস্থিতির নামে খেলে কোন পরীক্ষা নয় : শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু
কোনওভাবেই বাতিল হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, তা নিশ্চিত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু... তবে কবে কিভাবে পরীক্ষা হতে পারে সেই নিয়েও বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের নয়া শিক্ষামন্ত্রী....
করোনাকালে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, 'সংসদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য আমরা চিন্তিত। তাঁদের কথা মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষা বাতিল করার কোনও ভাবনা আমাদের নেই। আমরা আশাবাদী।'
এবার ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা কার্যত অসম্ভব ছিল বলেই জানিয়েছিল শিক্ষক মহলের একাংশ। তারইমধ্যে গত শনিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আজ যে ঘোষণা হল, কিছু কিছু কাজ থেকে আমরা বিরত থাকব (কড়া বিধিনিষেধ) বলে যে স্থির হল, তার ফলে আয়োজন ও অন্যান্য কাজে সময় লাগবে। তার ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট পর্ষদ, বোর্ড, সংসদের সঙ্গে কথা বলে যথার্থ সময় যথাসাধ্য প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।'
সেই পরিস্থিতিতে আদৌও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার শিক্ষা দফতরের দায়িত্ব গ্রহণের পর ব্রাত্য বলেন, ‘আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী কতগুলি আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন। রাজ্যে সংক্রমণের হার কমছে। এই সংক্রমণের হার আগামিদিনে আরও কমবে বলে আমরা আশা করতে পারি। আশাবাদ ছাড়া আমাদের কাছে জোরদার কিছু নেই। তবে আশাবাদের একটা বাস্তব ভিত্তি আছে।’
‘বাস্তব ভিত্তি’ বলতে কী বোঝাতে চেয়েছেন, সেই ব্যাখ্যাও দেন ব্রাত্য। বলেন, ‘বাস্তব ভিত্তি হল যে সংক্রমণ কমছে।’ ‘সংক্রমণ না কমলে পরীক্ষা হবে না তো’ প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশে ব্রাত্য বলেন, ‘না না, কী করে হবে! সংক্রমণ কমলে পরীক্ষা - এটা হেডলাইন নয়, হেডলাইন হবে - পরীক্ষা হবে সংক্রমণ কমলেই। পরীক্ষাটাই হবে, সংক্রমণ কমলে।’ সঙ্গে জানান, পরীক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তিনি যা মতামত দেবেন, তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলবেন। পুরো বিষয়টি দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন ব্রাত্য।
No comments:
Post a Comment
Your Comments help us a lot