মঙ্গলগ্রহের ভিতরটা কেমন? এই প্রথম মানচিত্র প্রকাশ করল NASA 🔥🔥🌏🌍
এর আগে যদিও চাঁদের ক্ষেত্রে এমনটা করা হয়েছে। কিন্তু বলাই বাহুল্য, চাঁদের তুলনায় মঙ্গল অনেক বেশি বড়।
নাসার তথ্যানুযায়ী মঙ্গল গ্রহের ভূত্বকের গড় গভীরতা ২৪ থেকে ৭২ কিলোমিটার। এতদিন এর তুলনায় আরও বেশি গভীরতার ধারণা ছিল গবেষকদের। মঙ্গলের অভ্যন্তরীণ কোরের ব্যাসার্ধ পরিমাপই এই পর্যবেক্ষণের প্রধান প্রাপ্তি। মঙ্গলের অভ্যন্তরীণ কোরের ব্যাসার্ধ ১,৮৩০ কিলোমিটার। এই প্রথম এত বড় মাপে কোনও গ্রহের অভ্যন্তরীণ ম্যাপ তৈরি করল নাসা। এর আগে যদিও চাঁদের ক্ষেত্রে এমনটা করা হয়েছে। কিন্তু বলাই বাহুল্য, চাঁদের তুলনায় মঙ্গল অনেক বেশি বড়। এই তথ্যের মাধ্যমে গবেষকরা বিভিন্ন গ্রহের আভ্যন্তরীণ গঠন ও বিবর্তনকে আরও ভালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।
ভৃতত্ত্ববিদরা জানিয়েছেন, যেভাবে ভূমিকম্পের পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ভূত্বকের আভ্যন্তরীণ ধারণা করেন, এক্ষেত্রেও সেই একই পদ্ধতির অবলম্বন করা হয়েছে। গত ২০১৯ সাল থেকে এই পর্যবেক্ষণ চালিয়েছে নাসার ইনসাইট।
মঙ্গলযানটির সিসমোমিটার সিস্টেমটি গত দু'বছর ধরে কয়েক হাজার কাঁপুনি পর্যবেক্ষণ করেছে। এর মাধ্যমেই মঙ্গলগ্রহের অভ্যন্তরের ‘ম্যাপ’ তৈরি করেছেন গবেষকরা।
No comments:
Post a Comment
Your Comments help us a lot