NEET ২০২১-এ এবারের প্রথম স্থানাধিকারী মৃণাল কুট্টেরি (Mrinal Kutteri)। রাজ্যের মধ্যে প্রথম হলেন সৌম্যদীপ হালদার (Soumyadwip Halder)। - EVERY THINK - SUDIPTA SAMANTA

EVERY THINK - SUDIPTA SAMANTA

We provide you the best study material, Lecture video series, PDF books and notes for class XI, XII, WBJEE, NEET, IIT-JEE, B.Sc, M.Sc chapter wise.

Breaking News

WELCOME TO MY WEBSITE "EVERY THINK" AND SEE SOMETHING NEW

Post Top Ad

Post Top Ad

Free Study Material Download From Here

Tuesday, November 2, 2021

NEET ২০২১-এ এবারের প্রথম স্থানাধিকারী মৃণাল কুট্টেরি (Mrinal Kutteri)। রাজ্যের মধ্যে প্রথম হলেন সৌম্যদীপ হালদার (Soumyadwip Halder)।

NEET UG 2021 RESULTS 



NEET Exam: এই সর্বভারতীয় পরীক্ষায় সফল হওয়ার পরে দেশের প্রথম সারির মেডিকেল কলেজে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান পড়ুয়ারা। 


অ্যাকাডেমিক স্তরে ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম NEET ২০২১-এ এবারের প্রথম স্থানাধিকারী মৃণাল কুট্টেরি (Mrinal Kutteri)।

শুধু প্রস্তুতির সময়ই নয়, NEET পরীক্ষার জন্য কী ভাবে পড়বেন সেই নিয়েও মৃণালের চিন্তাভাবনা একটু ভিন্ন। সাধারণত NEET পরীক্ষার ছাত্র-ছাত্রীরা প্রথমে জীবনবিজ্ঞান বিভাগ দিয়ে প্রস্তুতি শুরু করার কথা ভাবেন। কিন্তু মৃণাল এই বিভাগে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একেবারে শেষ পর্যায়ে এই বিভাগের প্রস্তুতি নেন।




 এ হেন আত্মবিশ্বাসী মৃণাল তাঁর সমবয়সীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, “প্রস্তুতির নির্দিষ্ট কোনও সঠিক মাপকাঠি নেই। আমিও প্রথম প্রথম টপারদের ইন্টারভিউ পড়ার সময় তাঁদের সময়সূচী অনুসরণ করার চেষ্টা করতাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। বুঝতে পেরেছিলাম আমার ক্ষেত্রে প্রচলিত কোনও নিয়ম খাটবে না। অবশ্য এ ক্ষেত্রে আমি ভাগ্যবান যে বাবা-মা এবং আমার শিক্ষকরা কখনই আমাকে জোর দিয়ে কিছু করতে বাধ্য করেননি।"

মৃণাল ২০২০ সালে একাদশ শ্রেণীতে পড়ার পর থেকে NEET-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই কোভিড মহামারী বাইরের জগৎ থেকে আমাদের সকলকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সেই সময় ডাক্তারদের কর্মদক্ষতা ও সহিষ্ণুতা মৃণালকে ভীষণ ভাবে প্রভাবিত করে। ফলস্বরূপ ১৮ বছর বয়সী মৃণাল তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান নিউ দিল্লির AIIMS থেকে পরিবারের প্রথম ডাক্তার হতে চলেছেন। 


আরও দেখুন : NEET পরীক্ষা দিয়ে কি কি হওয়া যায়?


পূর্বে AIIMS-এর প্রবেশিকা পরীক্ষার আলাদা নিয়ম থাকলেও এ বছর AIIMS-এ শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়েছিল NEET-এর ফলাফলের ভিত্তিতে। সেখানে মৃণাল মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট NEET ২০২১-এ পূর্ণ নম্বর পেয়েছেন। তিনি এবারের তিনজন প্রথম স্থানাধিকারীর মধ্যে অন্যতম। আশা করা যায় মৃণালের আত্মবিশ্বাস আগামীর প্রার্থীদের নিশ্চয়ই উদ্বুদ্ধ করবে।


🛑 পশ্চিমবঙ্গের রেজাল্ট🛑


নিট ইউজি পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন বাঁকুড়া জেলার বাসিন্দা সৌম্যদীপ হালদার (Soumyadwip Halder)। সোমবার রাতে সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাঁকুড়ার সোনামুখীর শ্যামবাজারের ছাত্র সৌম্যদীপ হালদার সেই পরীক্ষায় রাজ্যে প্রথম এবং সারা ভারতে ১৯ তম স্থান অধিকার করেছে। এমন খবরে খুশির হাওয়া জেলা শিক্ষা মহলে।



ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন সোনামুখীর সৌম্যদীপ হালদারের। ছেলেকে বড় হয়ে কী হতে চায় প্রশ্ন করলে সে সঙ্গে সঙ্গে জবাব দিত ‘ডাক্তার’। পরিবারেরও ইচ্ছা ছেলে চিকিৎসক হোক। অবশেষে সর্বভারতীয় পরীক্ষায় নজরকাড়া ফল দিয়ে তাক লাগালেন সৌম্যদীপ। নিট ইউজি রেজাল্টের ওপর ভিত্তি করেই ভারতে মেডিকেল কলেজগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে ভর্তি হওয়া যায়। সেই সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সৌম্যদীপ।


ফলের পর কী বলছেন সৌম্যদীপ? সৌম্যদীপ জানাচ্ছেন, সবে শুরু হল যাত্রা। দিল্লির এইমস থেকে রেডিওলজি স্পেশালিস্ট হওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। আগাগোড়া পড়াশোনায় তুখোড় এই ছাত্রের সাফল্যে গর্বিত সারা জেলার শিক্ষা মহল।

বাঁকুড়ার একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র সৌম্যদীপ। ২০১৯ সালে মাধ্যমিক পাশ করেন তিনি। ৯৫ শতাংশ নম্বর পেয়ে ভর্তি বিজ্ঞান বিভাগে। দ্বাদশেও দারুণ ফলাফল। ১০+২-তে ৯৫.৬% নম্বর পান সৌম্যদীপ। উল্লেখ্য, সোমবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (NEET)-এর ফল। এই সর্বভারতীয় পরীক্ষায় সফল হওয়ার পরে দেশের প্রথম সারির মেডিকেল কলেজে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান পড়ুয়ারা।

পরীক্ষার্থীরা এই পরীক্ষায় যত নম্বর পান, তার ওপর ভিত্তি করে এনপিএ অল ইন্ডিয়া কোটার ১৫ শতাংশ সিটের একটি মেধা তালিকা তৈরি করে। এর পাশাপাশি এনটিএ রাজ্য কোটার বাকি ৮৫ শতাংশ আসনের কাউন্সেলিং করে। রাজ্যের যোগ্য প্রার্থীদের তালিকা বিভাগ অনুসারে প্রকাশ করা হয়। আর তার ভিত্তিতে রাজ্য নিজেদের মেধা তালিকা বানাবে।

No comments:

Post a Comment

Your Comments help us a lot

EVERY THINK ONLINE EXAM 2

EVERY THINK ONLINE EXAM 2 Click Here.....👇👇👇👇👇 https://forms.gle/bEG4wTic8EMdK2eL6

Post Top Ad