পর্যায় সারণী, তড়িৎ বিশ্লেষণ , তেজষ্ক্রিয়তা ও রাসায়ানিক বন্ধন।
1.নীচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় :
(a) ঘনত্ব (b) গলনাঙ্ক (c) স্ফুটনাঙ্ক (d) তেজস্ক্রিয়তা
2. নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?
(a) হাইড্রোজেন ক্লোরাইড (b)ক্যালশিয়াম অক্সাইড
(c) মিথেন
(d) অ্যামোনিয়া
3. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?
(a) ক্যাথোডের ভর কমে
(b) অ্যানোডের ভর বাড়ে
(c) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে
(d) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
4.পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?
5.একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও ।
6.বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1 x 4
7.বামস্তম্ভ ডানস্তম্ভ
1. একটি ইউরেনিয়ামোত্তর মৌল
2. একটি অভিজাত মৌল
3.ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়
4.ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি
(a) ক্লিপটন
(b) নেপচুনিয়াম
(c) কপার
(d) জিঙ্ক
8. ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?
9.তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো ।
10.পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী ?
11. তড়িৎবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?
12.একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না ।
13.সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো ।
14. দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে । (H,F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)
15. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক ?
16. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলিগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো ।
17 নির্দেশমতো সাজাও :
(a) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 এর অন্তর্গত Na(11), K(19), Li(3), Rb(37) কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী
(b) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 16 এর অন্তর্গত S(16), O(8), Te (52), Se (34) কে তড়িৎঋণাত্মকতার উর্ধ্বক্রম অনুযায়ী
(c) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 2 এর অন্তর্গত Ca(20), Be(4), Sr (38), Mg (12) কে বিজারন ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী ।
( মৌলগুলির চিহ্নের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে )
18. কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও
19. তেজস্ক্রিয় পরমাণুর থেকে β -কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর
(a) ভরসংখ্যা বাড়ে
(b) পারমাণবিক সংখ্যা বাড়ে
(c) ভর সংখ্যা কমে
(d) পারমাণবিক সংখ্যা কমে
20.দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?
(a) শ্রেণি 1
(b) শ্রেণি 16
(c) শ্রেণি 17
(d) শ্রেণি 2
21. নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?
(a) সোডিয়াম ক্লোরাইড
(b) হাইড্রোজেন ক্লোরাইড
(c) ন্যাপথালিন
(d) গ্লুকোজ
22. নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?
(a) বিশুদ্ধ জলের
(b) চিনির জলীয় দ্রবণের
(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
23.নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো ।
24. নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমান শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা কর।
25. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1 x 4 = 4
বামস্তম্ভ ডানস্তম্ভ
1.অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে|
2.দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 1 -এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু
3. ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে
4.দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 -এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল|
(a) Cu
(b) Be
(c) Al
(d) Li
26. N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (N -এর পারমাণবিক সংখ্যা 7)
27. তড়িৎবিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ?
28. প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো ।
29.পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয় ?
30.লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো ।
31.কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে α -কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু γ রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো ।
32. ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো । Cl, Br, I, F -কে তাদের জারণ ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও ।
33. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?
34. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো
35.তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ববহার করা হয় ?
36.তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত ß -রাশি হল—
(a) ইলেকট্রনের স্রোত
(b) প্রোটনের স্রোত
(c) নিউটনের স্রোত
(d) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
37. দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণিসংখ্যা কত ?
(a) 7 (b) 8 (c) 9 ( d) 18
38. নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না ?
(a) NaCl (b) LiH (c) KCl (d) CaO
39. নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে ?
(a) গলিত NaCl
(b) তরল HCl
(c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবণ
40.α, ß ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও । অথবা, কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?
41.বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো ।
বামস্তম্ভ ডানস্তম্ভ
1.একটি ক্ষার ধাতু
2. যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে
3.হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়
4.সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল
(i) F
(ii) Fe
(iii) K
(iv) Cl
42. CaO -তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?
43. তামার চামচের ওপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় ?
44.একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য ।
45. তড়িদবিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?
46.লুইস -এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো ।
47.সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন ?
48.একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও ।
49.α ও γ রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো । তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো । (
50.কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায় ? Li, Rb, K ও Na -কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও।
51.নীচের কোনটি α, ß ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম ?
(a) α > ß > γ
(b) α > γ > ß
(c) γ > ß > α
(d) ß > α > γ
52. নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
(a) K (b) H (c) Li (d) Na
53. নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান ?
(a) হাইড্রোজেন ক্লোরাইড
(b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রাইড
(d) ক্যালশিয়াম অক্সাইড
54. নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িদবিশ্লেষ্য ?
(a) CH3COOH
(b) NaOH
(c) H2SO4
(d) NaCl
55.তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে ß -কণা নির্গত হয় ? অথবা 23892U থেকে α -কণার নিঃসরণের ফলে যে-মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?
56. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 1x4=4
বামস্তম্ভ ডানস্তম্ভ
1.একটি সন্ধিগত মৌল
2.একটি ইউরেনিয়ামোত্তর
3.থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে
4.ধাতু সংকর কাঁসাতে উপস্থিত
(i) অ্যালুমিনিয়াম
(ii) নিকেল
(iii) টিন
(iv) প্লুটোনিয়াম
57. F2 তে অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (F=9)
58. বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ?
59. কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?
60. Cu -তড়িদ্দার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?
61.চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে । কেন ? অথবা, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সংগত কেন ?
63. ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদও দুটি ধর্মের তুলনা করো : গলনাংক ও জলে দ্রাব্যতা ।
64.ভর ত্রুটি বলতে কী বোঝায় ? নিউক্লিয়ার সংযোজনে যে-শক্তি মুক্ত হয় তার উৎস কী ?
65. মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, একটি উদাহরণ-সহ লেখো । একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় ।
66. মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বোঝায় ? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায়সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ?
67. তড়িদবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ? অম্লায়িত জলের তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় ?
68.ß -রশ্মি কোন কণার স্রোত ?
69. মেন্ডেলিফের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে ?
70.একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো ।
71.নিউক্লিয় সংযোজন কাকে বলে ?
72.দুটি মৌল A ও B এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে K (2) L (7) ও
K (2) L (8) M (2) হলে নীচের ছকটি সম্পূর্ণ করো :
মৌল A ও B -এর মেন্ডেলিফের পর্যায় সারণিত
i. অবস্থান
ii. ধাতু/অধাতু
iii. যোজ্যতা
উপরের A ও B মৌলদুটি যৌগ গঠন করলে উত্পন্ন যৌগের সংকেত কী হবে ? কী ধরণের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে?
73.তড়িৎলেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহৃত হয় ?
74. তড়িৎঋণাত্বকতার সংজ্ঞা দাও।
75. Br, F, I, CI কে (i) অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে এবং (ii) পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ।
76.দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় গ্যাসটির নাম লেখো ।
77.আয়ন কী ? কোনো মৌলের পরমাণু ও আয়নের মধ্যে উপস্থিত কোন কণার সংখ্যা পৃথক হয় ?
78. α, ß, γ -রশ্মির মধ্যে কার ভেদনক্ষমতা সবচেয়ে বেশি ?
79. নিউক্লিয় বিভাজন কাকে বলে ?
80. ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজন ক্লোরাইড গঠন করে ? উভয় ক্ষেত্রে ইলেকট্রন-ডট গঠন এঁকে দেখাও ।
81.মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখ ।
82. একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎবিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়
83. নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও :
O, C, F, Li
84.পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ? কেন ?
85.একটি লোহার চামচে তামার প্রলেপ অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী কী ব্যবহার করবে ?
87. ß and γ-রশ্মির গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো ।
88.তেজস্কিয় রশ্মি তেজস্কিয় মৌলের পরমানুর কোন অংশে থেকে নির্গত হয় ?
No comments:
Post a Comment
Your Comments help us a lot