মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটো ক্ষেত্রেই নাম্বার কিভাবে দেওয়া হবে তা বোঝানো হয়েছে।
মাধ্যমিক রেজাল্ট 2021
*********************
নবম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের 50% এবং দশম শ্রেণির ফরমেটিভ এর 50% মিলিয়ে যে নম্বর হবে সেটিই এবার মাধ্যমিকের রেজাল্ট হবে। উদাহরণ স্বরূপ
একজন ছাত্র/ছাত্রী 2019 সালে নবম শ্রেণির
প্রাপ্ত নম্বর মাধ্যমিক21 রেজাল্টে যাবে
********** ************
বাংলা 60 এর 50%=30
ইংলিশ 40 এর 50%=20
গণিত 50 এর 50%=25
ভৌত বিজ্ঞান 70 এর 50%=35
জীবন বিজ্ঞান 60 এর 50%=30
ইতিহাস 60 এর 50%=30
ভূগোল 50 এর 50%=25
টোটাল 390
দশমের ফরমেটিভ এর নম্বর
প্রাপ্ত নম্বর % মাধ্যমিক21 রেজাল্টে যাবে
********** *** ************
বাংলা 09 =90% এর 50%=45
ইংলিশ 08 =80% এর 50%=40
গণিত 08 =80% এর 50%=40
ভৌত বিজ্ঞান 07 =70% এর 50%=35
জীবন বিজ্ঞান 08 =80% এর 50%=40
ইতিহাস 09 =90% এর 50%=45
ভূগোল 08=80% এর 50%=40
বাংলা 30+45=75
ইংলিশ 20+40=60
গণিত 25+40=65
ভৌত বিজ্ঞান 35+35=70
জীবন বিজ্ঞান 30+40=70
ইতিহাস 30+45=75
ভূগোল 25+40=65
টোটাল =480
তবে অনেক ক্ষেত্রেই স্কুল থেকে ফরমেটিভ এ 10 এ 10 দেওয়া হয় অর্থাৎ 100%তাহলে এখান থেকে 50যাবে মাধ্যমিকে।
আর নবম শ্রেণির পাস করার সর্বনিম্ন নম্বর 25% অর্থাৎ এখান থেকে 12.5% দুটো মিলিয়ে 50+12.5=62.5
অর্থাৎ এবারে বেশীরভাগ ছাত্র ছাত্রী 60%এর ওপরে নম্বর পাবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট
*******************
✴️মূল্যায়ন পদ্ধতি ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার 4 টি বিষয়ের সর্বোচ্য নম্বরের উপর ভিত্তি করে 40 % নম্বরের weightage এবং ২০২০ সালের xi- এর বার্ষিক পরীক্ষার Theory তে প্রাপ্ত নম্বরের উপর | ভিত্তি করে 60 % নম্বরের weightage এবং এর সঙ্গে XII- এর Project / Practical নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসাবে ধরা হয়েছে ।
✴️কোনাে ছাত্র / ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় এটি বিষয়ের সর্বোচ্য মােট নম্বর 400 নম্বরের মধ্যে ২০০ হয় এবং XI- এর বার্ষিক পরীক্ষায় ছাত্র / ছাত্রীটি ধরা যাক Physics -এ Theory তে প্রাপ্ত নম্বর 50 হয় 70 নম্বরের মধ্যে এবং xl- এর Practical পরীক্ষার প্রাপ্ত নম্বর 30 নম্বরের মধ্যে | 28 হয় তাহলে ছাত্র / ছাত্রীটি উচ্চমাধ্যমিক বিষয়ের মােট প্রাপ্ত নম্বর হচ্ছে :
No comments:
Post a Comment
Your Comments help us a lot