বিজ্ঞানের মডেল :
হাতছানিতে এলো রং
১. সাদা এনামেলের গামলা ।
২. জল
৩. ১ চামচ চুনের জল ।
৪. মিথিলিন ব্লু
৫. কাচের গ্লাস ।
⚫ কিভাবে করবে?
✴️একটা বড়াে সাদা এনামেলের গামলা নাও , তাতে পরিষ্কার জল ঢালাে । গামলা ভরতি টলটল জলে এবার এক চামচ চুনের জল । মিশিয়ে দাও । তারপর তিন চার ফোটা । মিথিলিন ব্লু মেশাও জলটা ঘেঁটে দিলে দেখাবে চমৎকার সবুজ রঙের জল হয়েছে । আলাদা একটা কাচের গ্লাসে খানিকটা ফুকটোসের জলীয় দ্রবণ তৈরি করাে । ফুকটোসের দ্রবণটা এবার গামলার জলে ঢেলে দাও । দেখবে , গামলার সবুজ জল হারিয়ে সাধারণ জলের মতাে দেখাচ্ছে ।
✴️ গামলায় হাত ডুবিয়ে ভালাে করে জল ঘাঁটো , পারলে ফেনা তৈরি করাে । কী আশ্চর্য , যে জল সাধারণ রংশূন্য ছিল তাতে আবার সবুজ রং ফিরে এসেছে । যাক , রং যখন ফিরে এসেছে তখন নিশ্চিত । এবার দেখাে ও মা , জলের সবুজ রং যে আবার চলে । যাচ্ছে , জল যে আবার রংহীন হয়ে গেল ।
✴️ কোন ভয় নেই । আবার জল ঘাটো , জল সবুজ হয়ে যাবে , হাত তুলে নাও , রং চলে গেল । জল ঘাঁটো - রং এল , হাত তােলাে — রং চলে গেল । কী মজার খেলা তাই না ?
⚫ এমন কেন হয়?
চুনের জলে মিথিলিন ব্লু দিলে যে সবুজ রং হয় তাকে ফুকটোস তাড়িয়ে দেয় , কারণ ফুকটোস বিজারিত করে মিথিলিন বু - কে । বিজারিত মিথিলিনে ব্লু - এর কোনাে রং নেই ; হাত দিয়ে ঘাটাঘাটি করলে বাতাস জলে ঢােকে , বাতাসের অক্সিজেন বিজারিত মিথিলিন ব্লু - কে জারিত করে রং ফিরিয়ে দেয় , কিন্তু ফেলে রাখলে ফুকটোস আবার তাকে বিজারিত করে রং তাড়িয়ে দেয় ।
No comments:
Post a Comment
Your Comments help us a lot