বিজ্ঞানের মডেল :
ঘরে বসে কৃত্রিম বৃষ্টি
প্রকৃতির নিয়মে মেঘ থেকে বৃষ্টি হয় । কিন্তু যদি এমন হয় , তুমি নিজেই ঘরে বসে বৃষ্টি তৈরি করছ , তাহলে নিশ্চয়ই খুব মজা হয় তাই না ? তাে ঘরে বসে ঝরাও বৃষ্টি ।
⚫তােমার কী কী লাগবে ?
১. জল
২. সসপ্যান
৩. ফ্রাইপ্যান
৪. কয়েক টুকরাে বরফ
৫. গ্যাসের ওভেন
বন্ধুদের সাহায্য
⚫কীভাবে করবে ?
✴️সসপ্যানের ১/৪ ভাগ জল দিয়ে পূর্ণ করাে । বন্ধুদের বা বড়ােদের সাহায্য নিয়ে গ্যাসের ওভেনে সসপ্যানটি বসিয়ে আগুন বাড়িয়ে দাও , যাতে জল তাড়াতাড়ি ফুটে যায় ।
✴️ এবার ফ্রাইপ্যানের মধ্যে বরফের খণ্ডগুলি ঢেলে ফ্রাইপ্যানটি সসপ্যানের ফুটন্ত জলের প্রায় ১ ফুট উপরে সতর্কতার সাথে ধরে রাখাে ।
✴️কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ফ্রাইপ্যানের তলা থেকে ফোটা ফোটা বৃষ্টির জল সসপ্যানের মধ্যে পড়ছে।
![]() |
⚫এমন কেন হয় ?
ফুটন্ত জল থেকে বাষ্প উৎপন্ন হয়ে সােজা উপরে উঠে যায় এবং ফ্রাইপ্যানের ঠান্ডা ধাতব স্পর্শ পেয়ে শিশির - বিন্দু হয়ে কড়াইয়ের তলায় জমা হয় । খুব তাড়াতাড়ি এই বিন্দুগুলি বড়াে হতে থাকে এবং এক সময় সসপ্যানের মধ্যে টুপ টুপ করে পড়ে । প্রকৃতির বৃষ্টিও ঠিক একইভাবে হয় । আমরা জানি সমুদ্র , হ্রদ , নদী , খাল , বিলের থেকে জল বাষ্প হয়ে আকশে ওঠে । উপরে শীতল বাতাসের সংস্পর্শে এসে জলীয় বাষ্পের কণাগুলি একত্র হয়ে মেঘে পরিণত হয় যখন এই মেঘ অতিরিক্ত জল জমে ভারী হয়ে যায় তখন চাপ সহ্য করতে না পেরে বৃষ্টির আকারে পৃথিবীতে এসে পড়ে ।
No comments:
Post a Comment
Your Comments help us a lot