বিজ্ঞানের মডেল :
সুন্দর এক বলের ফোয়ারা
তোমরা অসাধারণ সুন্দর ফোয়ারা তৈরি করতে পারো সামান্য কিছু জিনিস দিয়ে।
⚫ তোমার কি কি উপকরণ লাগবে?
১) এক টুকরো রাবার পাইপ
২) সোজা কাঠি
৩) সেলোটেপ
৪) ফোয়ারার মুখ
৫) দড়ি
৬) রংবেরঙের হালকা প্লাস্টিক বল
⚫ কিভাবে করবে?
✴️ বাগানের কলের মুখে রাবার পাইপ টি কে শক্ত করে লাগাও।
✴️ পাইপের অন্য মুখে ফোয়ারার মুখটা লাগাও। লাঠিটিকে মাটিতে পুঁতে তার সাথে পাইপ টি কে খাড়া করে বাঁধ যেন ফোয়ারার মুখ উপর মুখি হয়ে থাকে।
✴️ কল খুলে দাও। দেখবে, কি সুন্দর ফোয়ারা। ফোয়ারার ধারার গায়ে একটা একটা করে রঙিন বল ঠেকাও। কি কান্ড! ফোয়ারার জল যেন বলগুলোকে টনে নিল নিজের দিকে। বল গুলো পড়ছেই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার রংবেরঙের বলের খেলা দেখো।
⚫ এমন কেন হয়?
ছুটন্ত জলের ভেতর চাপ কম থাকে। সেই তুলনায় বাইরের বায়ুর চাপ বেশি। বাইরের বায়ুর চাপ হালকা তাই বল কে জলের ধারার গায়ে আটকে রাখে; পড়তে দেয় না।
No comments:
Post a Comment
Your Comments help us a lot