বিজ্ঞানের মডেল :
লেবুর সাহায্যে আলো জ্বালানো
ছােটো ছােটো খেলনা গাড়ি , রেডিয়াে কিংবা টর্চ জ্বালাতে ব্যাটারির প্রয়ােজন হয় , এমনকি দেওয়াল ঘড়ি চালাবার জন্য ব্যাটারির প্রয়ােজন এটা তাে সবারই জানা । কিন্তু ব্যাটারি তৈরির কৌশল আমরা অনেকেই । জানি না । তবে তুমি একটু চেষ্টা করলে সত্যিকারের ব্যাটারি না হলেও এর কাছাকাছি রাসায়নিক ব্যাটারি বানাতে পারাে ।
⚫তােমার কী কী লাগবে ?
১. তামার তৈরি পেরেক
২. দস্তার তৈরি পেরেক
৩. স্টিল উল ।
৪. একটি পাতি লেবু
৫. কিছুটা সরু তার
৬. একটি LED ল্যাম্প
⚫কীভাবে করবে
প্রথমে তামা ও দস্তার তৈরি পেরেক দু - টিকে ইস্পাতের উল দিয়ে ঘষে একেবারে ঝকঝকে করে ফেলাে । এখন পেরেক দুটি কলের জলেতে ভালাে করে ধুয়ে নাও | / পেরেক দুটির সূচালাে প্রান্ত লেবুর মাঝখানে এক ইঞ্চি ফাক রেখে ঢুকিয়ে দাও । লক্ষ রাখবে — দুটি পেরেকের মাথা যেন আধ ইঞ্চি বাইরে থাকে । এখন তুমি জিহ্বা দিয়ে পেরেক দুটির অগ্রভাগ স্পর্শ করাে । দেখবে শিরশিরে । স্বাদ অনুভূত হবে । এইবার ওই দুটি পেরেক এর সঙ্গে দুটি তার যুক্ত করে দাও। এবং দুটি তারের শেষ প্রান্ত এলইডি ল্যাম্প এর সঙ্গে যুক্ত করে দাও। (প্রান্ত পরিবর্তন করে দেখবে কোন অবস্থাতে আলো জ্বালে) । দেখতে পাবে ল্যাম্পটি ধীরে ধীরে জ্বালছে।
⚫এমন কেন হয়
তােমার তৈরি রাসায়নিক ব্যাটারিতে যে স্বাদ অনুভব করেছ , সেটা কিন্তু বিদ্যুতের প্রবাহ । লেবুর ভেতরে বিদ্যমান অ্যাসিড ও জল যখন ধাতব পদার্থের সংস্পর্শে আসে তখন এটি ( তামা ও দস্তার সাথে ) বিক্রিয়া করে । ফলে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় , যা তােমার জিভে প্রবাহিত হয়েছে । ওই বিদ্যুৎ তার এর দ্বারা প্রবাহিত হয়ে এলইডি ল্যাম্প গিয়ে আলো জ্বালাতে সাহায্য করছে।
Wonderful
ReplyDelete